গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টায় দুইজনের কারাদন্ড

14

গলায় গামছা পেঁচিয়ে দুইদিক থেকে টেনে হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনকে কারাদন্ড দেয়া হয়েছে। এরমধ্যে মো. রতনকে সাত ও মো. সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গত ৬ জানুয়ারি রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খান এর আদালত জি.আর-৩৬/১৭ মামলার রায়ে এ আদেশ দেন। ২০১৭ সালের এক ফেব্রূয়ারি রাঙামাটির লংগদু থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার এ মামলাটি করেন লংগদুর আটারক ছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন। মামলায় দন্ডিত দুজনসহ মো. লোকমান, মো. মামুন, মো. হারুন ও মো. নাছির উদ্দীনকেও আসামি করা হয়। পুলিশ তদন্ত করে ছয় জনকেই অভিযুক্ত করে ২০১৭ সালে ৩ মে আদালতে চার্জশীট দাখিল করে। এরপর ২০১৮ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মনজুরুল ইসলাম জানান, বাদি মো. আলী হোসেনের গলায় গামছা পেঁচিয়ে দুইজন দুইদিকে টেনে হত্যার চেষ্টা প্রমাণিত হয়েছে। তাই দুই আসামি মো. রতনকে ৭ বছর ও মো. সুমনকে ৫ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত। দুজনের বিরুদ্ধেই সাজার ওয়ারেন্ট পাঠানো হয়েছে।