গাউসিয়া কমিটির করোনা সেবা কর্মসূচিতে অ্যাম্বুলেন্স সংযোজন

4

 

চলমান করোনা মহামারীর ৩য় ঢেউ মোকাবেলায় গাউসিয়া কমিটির সেবা কর্মসূচিতে যুক্ত হলো আরও একটি অ্যাম্বুল্যান্স। গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কেন্দ্রীয় শাখার পক্ষ হতে অ্যাম্বুল্যান্স আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন এর কাছে হস্তান্তর করেন ইউএই কেন্দ্রীয় গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ শফিক।
এ উপলক্ষে গত ১৫ জুলাই চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী, ইউএই কেন্দ্রীয় গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ শফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব ও করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচি’র প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ফজলুল কবির, মোছাফফা শাখার সহ-সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, মহানগর কমিটির মুহাম্মদ মাহবুবুল আলম, ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন, আল-আইন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাসের, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, প্রচার সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, মোছাফফা শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস প্রমুখ। অতিথি ছিলেন আহসান হাবীব চৌধুরী হাসান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ এরশাদ খতিবী, খায়ের মোহাম্মদ, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মুহাম্মদ জাহেদ হোসেন, মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ, শায়ের মুহাম্মদ এমদাদুল ইসলাম, মুহাম্মদ হোসাইন খোকন, মুহাম্মদ রেজাউল হোসাইন জসিম, হাফেজ মাহবুবুল আলম, মোহাম্মদ আলমগীর বঈদী, হাফেজ মোহাম্মদ হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, অ্যাম্বুলেন্সটি গাউসিয়া কমিটি ঢাকা মহানগরের আওতায় ঢাকা জেলায় করোনা রোগী ও মৃতদের লাশ বহনে ব্যাবহার করা হবে। সম্পূর্ণ ফ্রি’তে দীর্ঘ দেড় বছর ধরে প্রায় গাউসিয়া কমিটি চট্টগ্রামে ৩টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক করোনা ভাইরাসে বা উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের লাশ ও আক্রান্ত রোগীদের বহন করে আসছে। বিজ্ঞপ্তি