গাঁও-গেরামে বিভিন্ন প্রতীকের স্লোগানে মুখরিত

86

মিরসরাই নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে নৌকা প্রতীকের সমর্থনে উপজেলার হিঙ্গুলীস্থ বাড়িতে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। গত ২৭ ডিসেম্বর মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ কে বিজয়ী করতে সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তানরাসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেন ইঞ্জিনিয়ার মোশাররফ। পরে নেতৃবৃন্দরা কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে ট্রাকে করে মিরসরাই সদর, বারৈয়ারহাট, হিঙ্গুলী ও আশপাশের এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ করে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, আবুল কালাম, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, ফেরদৌস শিপন, রনজিত কুমার শীল, আহমেদ কুতুব, বিশ্বজিৎ পাল, হোসাইন জিয়াদ ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। নির্বাচনী গণসংযোগকালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ দেশের অন্যান্য প্রার্থীদেরকে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। একই সাথে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
রাঙ্গুনিয়া আ.লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ বলেছেন নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। গত ২৭ ডিসেম্বর রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ একথা বলেন। গত ২৭ ডিসেম্বর জনসভায় রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানুষের ঢল নামে কাপ্তাই সড়কের দুই কিলোমিটার পর্যন্ত। উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. রফিকুল আলম, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, পটিয়া আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম সম্পাদক ও পৌর মেয়র শাহজাহান সিকদার, কৃষি সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, বন ও পরিবেশ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, মুক্তিযোদ্ধা সম্পাদক আবুল কাশেম চিশতি, ইদ্রিছ আজগর, সদস্য নজরুল ইসলাম তালুকদার, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ন সম্পাদক ডা. মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, কেন্দ্রিয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুচ প্রমুখ।
রাউজান আ.লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী : চট্টগ্রাম-৬ রাউজান আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে এক বিশাল মিছিল ও ১৪ ইউনিয়নে পৃথক পৃথক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে উঠে যেন পুরো রাউজান। এসময় উপজেলা সদর ও ১৪ ইউনিয়নের বিভিন্ন সড়কে নেমে আসে সর্বস্তরের জনতা। এতে নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরের মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ছালাম। রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বশির উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আবদুল ওয়াব, অর্থ সম্পাদক ও রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, কেন্দ্রীয় যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক আলহাজ জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান পৌরসভার প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, আ.লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, কাজী মো.ইকবাল, কামাল উদ্দিন চৌধুরী, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি নাঈম উদ্দিন চৌধুরী, আজিজুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, তরুন রাজনীতিক আবরার ইয়াছিন তৌকি, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, জানে আলম জনি, শওকত হাসান, আজাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, তপন দে, পৌর যুবলীগের সভাপতি হাসান মো.রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ইমরান হোসেন ইমু, শাখাওয়াত হোসেন চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাক মো.আসিফ, ওয়াহেদ বাবলু, আবদুল আওয়াল সুজন, মো.রিদোয়ান, অন্যদিকে গহিরা ইউনিয়নে এক বিশাল মিছিল ও সমাবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছার বাসির সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল আলম মনছুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ, এছাড়াও হলদিয়া ইউনিয়নে মিছিল ও সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মাহাবুবুল আলমের এবং যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সোলায়মান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম বাবর, সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী, তরুণ রাজনীতিক আবরার ইয়াছিন তৌকি, রুনু ভট্টচার্য, আব্দুল করিম মাষ্টার, আলহাজ্জ মনসুর আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু, তসলিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জাবেদ, আলী হাসান শান, আব্দুর রহমান রবি। উপস্থিত ছিলেন তৌহিদুল হায়দার চৌধুরী, জালাল আহমেদ, মুহাম্মদ আবু জাফর সিকদার, সরোয়ার উদ্দিন, শামসু মাষ্টার, শাহাব উদ্দীন, মুহাম্মদ আলী মেম্বার, আবু ছৈয়দ রেহান, মুহাম্মদ মুসা, রফিক চৌধুরী, নাসির মেম্বার, মুহাম্মদ ইউসুপ, এস এম হারুন, জাহাঙ্গীর আলম, মিলন বড়–য়া, নুরু সর্দার, নিজাম উদ্দিন, তৈমুর চৌধুরী যুবলীগ নেতা মুহাম্মদ সাইফুল ইসলাম, তসলিম উদ্দিন প্রমুখ।
হাটহাজারীতে মোমবাতি মার্কার সমর্থনে সমাবেশ : ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেন, রাজনীতি জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য। গত ২৭ ডিসেম্বর হাটহাজারী ইমাম শেরে বাংলার (রহ.) মাজারে চট্টগ্রাম-৫ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী নঈমুল ইসলামের মোমবাতি মার্কার সমর্থনে আলেম ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন আল আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আশরাফ উদ্দীন আল কাদেরী, মাওলানা জালাল উদ্দীন আল আজাহারী প্রমুখ।
হাটহাজারীতে চেয়ার মার্কার গণসংযোগ : হাটহাজারীতে হাফেজ আহমদের চেয়ার মার্কার শেষ গণসংযোগ হাটহাজারীর বাসস্ট্যান্ড চত্বরে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে হাফেজ আহমদ বলেন, আমি আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার জনসাধারণের উন্নয়নে কাজ করব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন তৈয়বী, রফিকুল ইসলাম তাহেরী, জয়নাল আবেদীন জিহাদী, সাইফুল রহমান সাগর, মো. নাছির উদ্দিন, মোরশেদুল আলম, রফিকুল ইসলাম নিজামী, আলহাজ্ব রফিকুল ইসলাম, নূর হোসেন, জামাল উদ্দিন, আহমদ রেজা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
চন্দনাইশ
আ.লীগ প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে মহিলা সমাবেশ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের আ.লীগের প্রার্থী আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক ৫টি মহিলা সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। গত ২৫ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা, দক্ষিণ জোয়ারা, দক্ষিণ হারলা, মধ্যম চন্দনাইশ, জোয়ারাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা ভোটারদেরকে নির্বাচনে আ.লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে ভোট প্রদানে উৎসাহিত করতে মক্কা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর পত্নী দিলারা ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পৌর মেয়র মাহাবুবুর আলম খোকা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী, পৌর আ,লীগের আহবায়ক কাইসার উদ্দিন চৌধুরী ও যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম মুছা তছলিম। উপস্থিত ছিলেন হাছিনা সুলতানা চৌধুরী, শীষ মহল চৌধুরী, মনোয়ারা সুলতানা চৌধুরী, মেয়ে নাজিফা ইসলাম চৌধুরী, নাতীন মায়েশা মালিহা চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে শেখ টিপু চৌধুরী, খন্দকার মোজাম্মেল হক, আবুল কাশেম বাবলু, কাউন্সিলর অজয় দত্ত, প্রাক্তন মেম্বার মো. হোসেন, মাস্টার আবদুর রহিম, আবু তাহের সওদাগর, মো. রেজা, উৎপল রক্ষিত, হাজি রমিজ আহমদ, মোরশেদুল আলম, আবদুল জলিল, আবুল কালাম আজাদ, আকতারুজ্জামান রবিউল, আবুল কাশেম প্রমুখ।
নৌকা প্রতীক প্রার্থীর সমর্থনে আইনজীবীদের গণসংযোগ ও পথসভা : চট্টগ্রাম-১৪ আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদের আইনজীবী সহায়তা সেল চন্দনাইশ শাখা গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভায় আলোচনায় অংশ নেন, চন্দনাইশ আইনজীবী সংসদের সভাপতি এড. শওকত হোসাইন, সাধারণ সম্পাদক এড. কুতুব উদ্দিন মো. ইস্তেফাজ, সহ-সভাপতি দুদক পিপি এড. আবদুল হান্নান, জননেত্রী শেখ হাসিনা পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক, এডিশনাল পিপি এড. সামশুদ্দিন আহমদ সিদ্দিকী টিপু, যুগ্ম সম্পাদক, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, নারী-শিশু আদালতের ষ্পেশাল পিপি এড. নজরুল ইসলাম সেন্টু, এড. সিরাজদ্দৌল্লা প্রমুখ।
লোহাগাড়ায় নৌকার সমর্থনে ছাত্রলীগের প্রচারণা মিছিল : লোহাগাড়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থনে নৌকা প্রতীকের এক বিশাল প্রচার মিছিল বের করেছে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উপজেলা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। গত ২৬ ডিসেম্বর বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর স্টেশন থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন হাসান চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
পটিয়া ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা এএম মঈন উদ্দীন : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেছেন, উপজেলার একমাত্র পৌরসভাটি এখনও মান্দাতা আমলের সেই পৌরসভাই রয়ে গেছে। যা শুধু নামের সীমাবদ্ধ গন্ডিতেই আবদ্ধ। উপরন্তু পৌরসভাটি ক্রমাগতভাবে জৌলুস হারাচ্ছে। গত ২৭ ডিসেম্বর পটিয়া মুন্সেফ বাজারস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে পোলিং এজেন্ট ও কর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা কাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন মক্কা শাখার সভাপতি আলহাজ মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আবদুন নুর, ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলার সহ সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, হাফেজ মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হারিস উদ্দিন দৌলতী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু নোমান বাদশা প্রমুখ।
সাতকানিয়া আওয়ামী সেচ্ছাসেবকলীগের নির্বাচনী গণসংযোগ : সাতকানিয়া পৌরসভা ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত নৌকা পদপ্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ শেষে ডলুব্রিজ সম্মুখে এক পথসভা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন গোলাম মোস্তফা, মুজাম্মেল হক লিটন, মো. আলী ও পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাহজাহান চৌধুরী। মো. এনামুল হকের সঞ্চালনায় অণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সেলিম, শাহআলম, সমাজ কল্যাণ সম্পাদক মো. মামুন, মোবারক, আহমদ কবির, এরশাদ, জাহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মো. আনাস, রাকিব, আফসার, পারভেজ, আবদুল্লাহ-আল মামুন প্রমুখ।
চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক নৌকা প্রতিকের পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনি প্রচারণা : সাতকানিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের উদ্দ্যোগে গত ২৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি’র নেতৃত্বে কেঁওচিয়া, পুরানগড়, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, খাগরিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, সর্বস্তরের জনগনের মাঝে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনের আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী’র সমর্থনে নৌকার পক্ষে মুক্তিযোদ্ধারা ভোট প্রার্থনা করেন ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন। সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এল এম জি ও চন্দনাইশ মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু’র নেতৃত্বে গণসংযোগের সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন হিরু, সমর, মাবুদ, নীল রতন, নুরুল ইসলাম, হুমায়ন কাদের, ননী গোপাল আচার্য্য, নুর আহমদ, নুরুল আলম, ছৈয়দ আহমদ, বাদল বৈদ্য, জানে আলম প্রমুখ।