গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ

15

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ৩দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই সাংবাদিকতা প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. সোহেল পারভেজের সভাপতিত্বে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর।
এসময় অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম। এদিকে প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাংবাদিকরা জাতির তৃতীয় চক্ষু। বিশ্বের নানা তথ্য তারা ঝুঁকি নিয়ে মানুষের কাছে তারা তুলে ধরছে। তাই সকল সাংবাদিকদের শুদ্ধ সাংবাদিকতার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে সুষ্ঠ তথ্যর মাধ্যমে দেশ ও সমাজের জন্য কাজ করার আহŸান জানান।