খ্রিস্টিয়ান হাসপাতালে কমিউনিটি হেলথ প্রোগ্রামের শেয়ারিং কার্যক্রম সভা

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও এনজিওদের নিয়ে শেয়ারিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন নিসর্গ রিভার ভেলিতে শেয়ারিং কার্যক্রম সভায় বিগত তিন বছরের সেবা কার্যক্রম তুলে ধরা হয়। সিএইচপি ও খ্রিস্টিয়ান হাসপাতালের পক্ষ হতে কাপ্তাই উপজেলা তথা দূর্গম পাহাড়ি আঞ্চলে ৩৭ হাজার অসহায়, দরিদ্র ও গর্ভবতী লোকদের বিনা অর্থে স্বাস্থ্য সেবা দিয়েছে। এছাড়া মাতৃকালীন, পরিবার পরিকল্পনা, নারী নেতৃত্ব, বাল্য বিবাহসহ বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম এ সভায় তুলে ধরা হয়। এবং আগামি তিন বছরের জন্য এ সিসিএইচপি প্রতিষ্ঠান নতুন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে। সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চলনায় সভাপতি করেন খ্রিস্টিয়ান হাসপাতাল ডা. বিলিয়ন এ সাংমা। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি ও কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন। উল্লেখ্য, উক্ত শেয়ারিং কার্যক্রম সভায় সরকারি অফিসার, জনপ্রতিনিধি, হেডম্যান- কারবারি এনজিও, সাংবাদিকসহ ৬০ জন অংশগ্রহণ করে।