খিতাপচর দরবারে আশেকানে আউলিয়া সম্মেলন

7

 

বোয়ালখালীর খিতাপচর দরবার শরীফে আশেকানে আউলিয়া সম্মেলন, ঈদে মিলাদুন্নবী (দ.) ও হোসাইনিয়া মাদ্রাসার সালানা জলসা ২০ ডিসেম্বর দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা শাহ সুফি সৈয়দ নজরুল ইসলাম খিতাপচরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আশেকানে আউলিয়া সম্মেলনে বক্তারা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহর নৈকট্যধন্য ওলী বুজুর্গের সান্নিধ্য অর্জন করতে হবে। আউলিয়ায়ে কেরামই আমাদের জাগতিক কল্যাণ ও আখেরাতের অনন্ত জীবনে নাজাতের বড় উসিলা।
আউলিয়ায়ে কেরামের নৈকট্য অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মেলে। এজন্যই আমরা আউলিয়ায়ে কেরামের অনুসরণ ও অনুকরণ করি। আশেকানে আউলিয়া সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা মুফতি সৈয়দ আসহাব উদ্দিন খিতাপচরী।
সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী, শাহজাদা কারী সৈয়দ তরিকুল ইসলাম খিতাপচরী, পীরে তরিকত মাওলানা আবুল মকসুদ সম্পদ বিল্লাহ সুলতানপুরী, মাওলানা শহিদুল্লাহ চিশতী, মাওলানা শহিদুল্লাহ নঈমী, ছাত্রনেতা মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা নবীর হোসাইন, মুহাম্মদ হুমায়ুন কবির। মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত মাওলানা সৈয়দ নজরুল ইসলাম খিতাপচরী (মজিআ)। বিজ্ঞপ্তি