ক্বিরাতুল কোরআন মডার্ন হিফজ মাদ্রাসার হাফেজদের সংবর্ধনা ‘মানবিক সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার বিকল্প নাই’

0

নগরীর বহদ্দারহাট খাজা রোড রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ন হিফজ মাদরাসার কৃতী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার চান্দগাঁও থানা সংলগ্ন বসুন্ধরা কমিউনিটি সেন্টারে হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ শরিয়াহ বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, উদ্বোধক ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান, প্রধান বক্তা ছিলেন ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, মাওলানা কাসেম, হাফেজ মাওলানা তৈয়ব, মাওলানা ফৌজুল আজিম, মফিজুর রহমান বাবুল। বক্তব্য রাখেন হাফেজ এহসান উল্লাহ, হাফেজ সিহাব উদ্দীন, হাফেজ মুহাম্মদ শোয়াইব, হাফেজ রেজাউল করিম, হাফেজ হেলাল উদ্দিন, মিনহাজুল ইসলাম, রিয়াদুল ইসলাম, মুহাম্মদ ওয়ালীউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ড. মুহাম্মদ মাসুম চৌধুরী বলেছেন, মানবিক সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার বিকল্প নেই। প্রকৃত ধর্ম শিক্ষাই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে।