শ্রমিকদের কারণে বাংলাদেশ টিকে আছে: ডা. শাহাদাত

4

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসনে শ্রমিক সমাজ আজ অবহেলিত। শ্রমিকদের দুবেলা খাওয়ার সুযোগ নেই। আজ শ্রমিকদের কর্মসংস্থান ও বাসস্থান নেই। অথচ শ্রমিকদের কারণে বাংলাদেশ টিকে আছে। সভ্যতা বিনির্মাণের কারিগর হচ্ছে শ্রমিক শ্রেণির মানুষেরা। এই শ্রমজীবী মানুষদের অমর্যাদা অবমূল্যায়ন করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমিক সমাজের ভূমিকা আন্দোলনকে সফল করেছিল। বর্তমান সরকারের বিরুদ্ধে শ্রমিকদেরকে কঠিন আন্দোলনে শরিক হতে হবে। তিনি আগামী ১ মে মহান মে দিবসে চট্টগ্রামে শ্রমিক জনতার সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে সকলকে প্রস্তুতি গ্রহণ করার আহŸান জানান।
তিনি ২৫ এপ্রিল বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‌্যালি ও সমাবেশ এবং ২ মে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে এ এম নাজিম উদ্দীন বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকরাই সবচেযে বেশি দুর্ভোগে পড়েছে। অথচ সরকার এ শ্রমিকদের জীবন জীবিকাকে কঠিন করে তুলেছে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো. ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব চৌধুরী, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী মিনু, এম এ বাতেন, গাজি আইয়ুব আলী, মো. হারুন, নাসির উদ্দিন, সফিকুর রহমান মজুমদার, মো. রফিকুল ইসলাম, এড. ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, ডা. মহসিন খান তরুণ, কাজী আফসার, মো. হাসান, রবিউল হোসেন, সুফি মাস্টার, আব্দুল খালেক, নুরুল আলম সুজন, অপু সিং, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, মো. দেলোয়ার, আবুল বাশার, জসিম উদ্দিন রফিক, গোলজার হোসেন লেদু, আলতাফ হোসেন, আব্দুল বারেক প্রমুখ। বিজ্ঞপ্তি