কোতোয়ালী থানা পূজা পরিষদের সম্মেলন

35

 

কোতোয়ালী থানা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন নগরীর রহমতগঞ্জ জে.এম সেন হলে ১৩ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা পূজা পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। উদ্বোধক ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক। মুখ্য আলোচক ছিলেন চসিক কাউন্সিল শৈবাল দাশ সুমন। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ননী গোপাল আচার্য্য।
উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অরুণ রশ্মি দত্ত, সমাজকল্যাণ সম্পাদক রাজীব চৌধুরী মিল্টন, জনসংযোগ সম্পাদক নিউটন দে, সাজু চৌধুরী, রিপন রায় চৌধুরী, অমিত ঘোষ, সবুজ দাশ, থানা কমিটির পক্ষে বিধান ঘোষ বিধু, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, প্রকৌশলী অমিত ধর, সুজন দে, কপিল দাশগুপ্ত, সজল দে, পৌলম দেব বুবুন, জুয়েল দাশ, সুমন দাশ, শৈবাল দাশ, অর্জুন বিশ্বাস, সজীব চৌধুরী, ইমন দত্ত, নিউটন দাশ, সঞ্জয় দেবনাথ, রত্নেশ্বর দাশ জিতু, মিনা চৌধুরী, কান্তা দে, রমেশ হালদার সুজন প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সকলের সর্বসম্মতিক্রমে লিটন কুমার শীলকে পুনরায় সভাপতি ও তারণ দাশ প্রলয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য কোতোয়ালী থানা পূজা পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি