কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র প্রতিষ্ঠাবার্ষিকী

155

বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (পশ্চিম) উপ-মহাব্যবস্থাপক খালেদ হোসেন বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন ৩৪ বছর পদার্পন উপরক্ষে সিবিএ’র নেতৃবৃন্দের জন্য একটি গৌরবান্বিত বিষয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনটি কর্মকর্তা কর্মচারিদের যুক্তি সম্পন্ন ন্যায় অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখছে। কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তান-সন্তানাদিদের যে কোন সমস্যা সমাধানে দ্রæত পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যা সত্যি প্রশংনীয়। আগামী দিনগুলোতেও সিবিএ’র নেতৃবৃন্দ একে অপরের সাথে সহযোগিতা ও স্বহমর্মিতা প্রকাশ করবে বলে আমি আশাবাদি। নগরীর ষোল শহরস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক ভবনের মিলনায়তনে বিকেবি কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে কর্মচারী ইউনিয়ন সিবিএ’র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। সিবিএ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ম্যানেজমেন্ট পার্টিসিপেশন কমিটির সদস্য মোঃ আকবর হোসেন’র সভাপতিত্বে ও সংগঠনের আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল মামুন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম পূর্ব’র মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (চলতি দায়িত্বে) ফজলুল হক। এতে আরো বক্তব্য রাখেন, বিকেবি সিবিএ এর চট্টগ্রাম পূর্ব’র সভাপতি মো.নজরুল ইসলাম, সংগঠনের কার্যকরী সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো.গোরফান, জাহাঙ্গীর আলম, অতিরিক্ত আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সহ-সম্পাদক মো.বেলাল হোসেন, পটিয়া অঞ্চলের সম্পাদক মো.বেলাল প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনক সহ ৭১’র সকল শহীদ ও কৃষি ব্যাংকের প্রয়াত কর্মকর্তা কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কৃষি ব্যাংক মসজিদের পেশ ইমাম মাওলানা মো.জসিম উদ্দিন। খবর বিজ্ঞপ্তির