কাপ্তাইয়ে ৯০ কেজি আফ্রিকান মাগুর জব্দ, জরিমানা আদায়

15

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। সেসাথে অবৈধ ভাবে এই মাছ বিপণন ও বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হেেছ। ঘটনাটি ঘটেছে গত ২৯ জুন সকালে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪নং ধারা লঙ্ঘনের অপরাধে ৫নং ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায়সহ ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো কাপ্তাই উপজেলার চারটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া, একইদিন করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় সাপ্তাহিক বড়ইছড়ি বাজারে ইউএনও মুনতাসির জাহান প্রচার প্রচারণা চালায়। এসময় তিনি ২শ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।