কাপ্তাইয়ে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু, খুশি জনসাধারণ

15

কাপ্তাই প্রতিনিধি

জনসাধারণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে কাপ্তাই উপজেলাধীন ৫টি ইউনিয়নের টিকাদান কেন্দ্রে করোনার ২য় ডোজের গণটিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল ৯টা থেকে কাপ্তাইয়ের ৫ ইউনিয়নের ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৮শ ৫৫ জনের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কাজে সহযোগীতা করার জন্য ৬ জন স্বাস্থ্য কর্মী ও ৯ জন উপজেলা স্কাউটস, যুব রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নিয়েছে। টিকা পেয়ে খুশি হয়েছেন এলাকার জনসাধারণ। এদিকে, গত ৭ সেপ্টেম্বর ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মুুনতাসির জাহান, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা স্যানিটারি ইনসপেক্টর মো. ইলিয়াছ সহ ইউপি সদস্যরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জনগণকে টিকা নিতে দেখা গেছে। একইদিন ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসা অং মারমা, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ৫নং ওয়াগগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার তত্তবাবধানে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা সকাল হতে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে টিকা প্রার্থীদের সিনোফার্মার টিকা প্রদান করা হয়। এছাড়া কাপ্তাই উপজেলার ৫ টি কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণটিকা প্রদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগকে সহায়তা করেন। উলে­খ্য, কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি স্কুল, ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী ইউনিয়ন পরিষদ, ৩নং চিৎমরম ইউনিয়নের চিৎমরম ইউনিয়ন পরিষদ, ৪নং কাপ্তাই ইউনিয়নের কাপ্তাই ইউনিয়ন পরিষদ  এবং ৫নং ওয়াগগা ইউনিয়নের ওয়াগগা উচ্চ বিদ্যালয়সহ এ ৫টি কেন্দ্রে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।