কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক নৌবাহিনী সড়কে ভাঙন

12

কাপ্তাই প্রতিনিধি

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়কটি ভাঙনের কবলে পড়েছে। যেকোন মুহুর্তে বড় ধরনের ভাঙনের ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। লাগাতার কয়েদিনের বৃষ্টির কারণে প্রধান সড়কের একপাশে ভাঙন দেখা দিয়েছে। ফলে সড়কের একপাশের ভাঙনটি বড় আকার ধারন করেছে। সূত্রে জানা যায়, এসড়ক দিয়ে প্রতিদিন বহু ছোটবড় ও ভারী যানবাহন চলাচল করে থাকে।
এসড়কের পাশে রয়েছে সেনা, নৌ, পুলিশসহ সরকারি-বেসরকারি শিল্প-কারখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের একপাশ ভাঙনের ফলে ঝুঁকি নিয়ে উক্ত প্রতিষ্ঠান সমূহে যানবাহন চলাচল করছে। সওজ বিভাগের এই সড়কে ভাঙনের বিষয়ে কারো কোন নজরদারী নেই বললেই চলে। এলাকার সচেতন লোকজন ভাঙন রোধসহ রাতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লাল পাতাকা গাছের ডাল পাতা দিয়ে রেখেেেছ। পাশাপাশি বালুর বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছে। এদিকে, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, ভাঙন রোধে চট্টগ্রাম সড়ক ও জনপথকে ফোন করা হলে তারা জানায়, এটি রাঙামাটি সড়ক ও জনপথের কাজ।