কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান

9

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি করতে হলে বিজ্ঞান শিক্ষার উপর জোর দিতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্কুল ও শিক্ষার্থীদের স্মার্ট করে আইসিটি শিক্ষায় শিক্ষিত করতে হবে। গতকাল ৩ মার্চ কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রাক্তন ১২ জন শিক্ষক, প্রতিষ্ঠাকালীন অবদানের জন্য ৬ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম কায়সারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, জসিম উদ্দীন চৌধুরী মন্টু, জেলা পরিষদের সদস্য আবু আহমদ জুনু, চেয়ারম্যান আমির আহমদ চৌধুরী রোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে। শিক্ষক আবদুল আজিজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর ডা. আবদুস সাত্তার, আবু বক্কর, শিক্ষক জয়শ্রী দাশ প্রমুখ।