কর্ণফুলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও কম্বল বিতরণ

225

কর্ণফুলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতরভাবে বসবাস করছে। গত ২৪ ডিসেম্বর দুপুর ১টায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোনাব আলী মেম্বারের বাড়িতে আগুনে পুড়ে নগদ ১১ লক্ষ টাকাসহ ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর বিকালে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে নগদ টাকা ও কম্বল বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা নগদ ৬৭ হাজার টাকা ও ৫৫টি কম্বল বিতরণ করেন। আগুনে ইয়াকুব আলীর (৬০) ঘর, তাঁর পুত্র আলাউদ্দিন (৩৮), সালাউদ্দিন (৩৬) নুর উদ্দিন (৩৪) ও জসিম উদ্দিনের ঘর (৩২), পাশের ঘরের সাহেব মিয়া (৭০) তার পুত্র শাহ আলম (৪৭), মো. জামাল (৪৯), শাহ নুর (৩৬), মোহাম্মদ নুর (৩২) ও মোহাম্মদ হোসেন (৪০) ও আবুল হোসেনের (৬০) ঘর পুড়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইসমাঈল, যুগ্ম সম্পাদক আমির আহমদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, জহির উদ্দিন, রফিক আহমদ, কামাল আহমদ রাজা প্রমুখ। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোনাব আলী মেম্বারের বাড়িতে গ্যাসের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বসতঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে।