করোনা রোগীর পরিবারেকে ছাত্রলীগ নেতার উপহার

33

হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নে ২৮ বছর বয়সী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শাহ আমানত কলোনীতে ৬৯ বছর বয়সী করোনা সনাক্ত হওয়া রোগীর পরিবারের পাশে দাঁড়ালেন হাটহাজারী সরকারি কলেজের ছাত্রলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান হায়াত। গত ৭ মে তিনি ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা কে. এম সাজ্জাদুল আলমসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ছোলা, চিড়া, নুডলস, সেমাই, মাছ ও মুরগি হিসেবে উক্ত করোনা রোগির পরিবারের কাছে পৌঁছে দেয়। এর আগে গত ১ মে এক সপ্তাহের খাদ্য সামগ্রী উপহার হিসেবে চসিকের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শাহ আমানত কলোনীতে করোনা রোগীর পরিবারের কাছে গিয়ে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয় হয়েছিল। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান হায়াত বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে করোনা আক্রান্ত দুই রোগীর পরিবারের কাছে আমি আমার সাধ্যমত কিছু উপহার সামগ্রী নেতাকর্মীদের দিয়ে পৌঁছে দিয়েছি। এছাড়া ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের প্রায় ৫শ পরিবার শাহ আমানত কলোনীতে বসবাস করে আসছে। এদের মধ্যে কেউ ভ্যান চালক, কেউ রিকশা চালক, কেউ দিনমজুর। সকলে খুব মানবেতর জীবনযাপন করে। তাই তাদের মধ্যে ১৫ পরিবারকে এক বেলার খাবার ও ইফতার উপহার হিসেবে প্রদান করেছি। তবে তাদের জন্য আমার এ ধরণের সহেযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হাটহাজারী প্রতিনিধি