‘করোনায় মানুষের কল্যাণে কাজ করেছে গাউসিয়া কমিটি’

32

 

করোনায় যখন বিশ্ববাসী পিছিয়ে তখন গাউসিয়া কমিটি এগিয়ে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের লাখো মানুষ মারা গেছে। করোনায় মৃত্যুর পর অনেক মৃতদেহের স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। তারা আপনজনদের লাশ রেখে পালিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে এগিয়ে এসেছে গাউসিয়া কমিটির ভাইয়েরা। মৃতদেহের গোসল, কাফন, দাফনের ব্যবস্থা করেছে। বিনামূল্য এ্যাম্বুলেন ও অক্সিজেন সেবা দিয়েছে। গাউসিয়া কমিটির উপর আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব (দ.) অবশ্যই সন্তুষ্ট। সম্প্রতি হাটহাজারী মেখল মোজাফ্ফরপুরে জে.এস.এম গ্রুপ অব কোম্পানীর উদ্যোগে আয়োজিত ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য আওলাদে রাসুল (দ.) ছিরিকোট দরবার শরীফের আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ উপরোক্ত মন্তব্য করেন।
গাউসিয়া কমিটি দুবাই রাশিদিয়া শাখার সভাপতি ও জে.এস.এম গ্রুপে চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মেহমান ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ জানে আলম, উত্তর জেলার সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আনজুমান সদস্য মুহাম্মদ হোসাইন খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি