কবি নজরুল গোল্ড মেডেল বৃত্তির পুরস্কার বিতরণ

116

চট্টগ্রামের রাউজানে কবি নজরুল গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণিজন সংবর্ধনা গত শনিবার উরকিরচর ইউনিয়নের হারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সচিব মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন হারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নসরুল্লাহ চৌধুরী, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, সেন্ট্রাল বয়েক অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম ও লেখক বদরুল হাসান টিটু। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, উরকিরচর জনতা সংঘের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সুমন, হালদা বাজার.কম এর সিইও উৎপল মহাজন অরুণ, লেখক দীপংকর দেবনাথ, দৈনিক প্রথম আলো রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দীন, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন রানা, হারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী মেজবাহ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ মফিজ উদ্দীন, সৈয়দ সাজেদুল করিম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতী, নতুন প্রতিভার সভাপতি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন,হারপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারাধন মহাজন, স্টারলিট গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোরশেদ আলম, সাইফুর রহমান, হায়দার আলী, আব্দুল গফুর, নজিম উদ্দীন, তাসনবী ইমন, অনুষ্ঠানে ১৬০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কতি ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, একঝাঁক নজরুল প্রেমিকের সফল প্রয়াস ও প্রচেষ্টার ফল কবি নজরুল গোল্ড মেডেল বৃত্তি।