একদিনে ৩২ জনকে দাফনে গাউছিয়া কমিটির সহায়তা

7

 

গাউসিয়া কমিটি বায়েজিদ টিম বুধবার রাত ১২টা থেকে শুরু করে কাফন-দাফন ও সৎকারের কাজ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা চট্টগ্রাম নগর ও পাশের উপজেলা মিলে ২২ জনের কাফন-দাফন ও সৎকার শেষ করেন। এর পাশাপাশি বোয়ালখালী, পটিয়া, হাটহাজারী, চন্দনাইশ ও রাঙ্গুনিয়ার টিম মিলে দাফন ও সৎকার করেন ২৮ জনকে। চট্টগ্রামের বাইরে ঢাকা ও অন্যান্য জেলায় ৪ জন মিলে ৩২ জনকে দাফন ও সৎকার করা হয় বলে সংগঠনটির মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বায়েজিদ টিমের তত্ত্বাবধানে সকালেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বোয়ালখালীর পোপাদিয়ার মিনতি আচার্য্য ও পটিয়ার পাঁচুরিয়ার রুবি নাথকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত করে দেয়া হয়। পরে পটিয়া ও বোয়ালখালীর মানবিক টিম সহযোগিতা করেন।
এছাড়া মোহাম্মদ তারেক নামের এক বালক গত দুইদিন আগে মৃত্যুবরণ করলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে থাকা কফিন পুলিশের অনুরোধে গাউসিয়া কমিটির বায়েজিদ টিম কাফন ও দাফনের ব্যবস্থা করে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৪২৭ জন আর চট্টগ্রামে দাফন ও সৎকার করা হয় ৩৪৩৯ জন। এর মধ্যে মুক্তিযোদ্ধা ৪৭ জন, হিন্দু ৪০ জন, বৌদ্ধ ৪জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ জন। বিজ্ঞপ্তি