একটি বেড়িবাঁধের আকুতি

19

 

জোয়ারের সময় শিকলবাহার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষদের বাহিরে যাওয়া দায়। দুপুর থেকে রাত পর্যন্ত, আবার রাতের জোয়ারে সকাল পর্যন্ত এভাবে চলতে থাকে পানি উঠানামার পালাবদল। জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে শিকলবাহার মানুষদের স্বপ্ন। কৃষকের নষ্ট হচ্ছে ফসল, অতিরিক্ত পানির কারণে চাকুরীজীবীরা ঠিক মতো অফিসে পৌঁছাতে না পারা, শ্রমিকের কাজ বন্ধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ, ফেরিওয়ালাদের বেচা-কেনা বন্ধ এবং বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনযাপন থমকে দেয় এই জোয়ারের পানি। সম্প্রতি একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয়েছে হাঁটু পানিতে এবং দাফন করতে হয়েছে পানির মধ্যেই। একটি বেড়িবাঁধ নির্মাণে মানুষের আকুতি। শিকলবাহার অবহেলিত জনগোষ্ঠীর দিন বদলের জন্য প্রয়োজন বেড়িবাঁধ। কৃষকের জন্য বেড়িবাঁধ, শ্রমিকের জন্য বেড়িবাঁধ, শিক্ষার্থীর জন্য বেড়িবাঁধ, দিনমজুরের জন্য বেড়িবাঁধ, উন্নয়নের জন্য বেড়িবাঁধ, পরিবর্তনের জন্য বেড়িবাঁধ।

দৌলতুল ইসলাম সাকলাইন
শিকলবাহা, কর্ণফুলী