ইসলামী ফ্রন্ট সাংস্কৃতিক উপ-কমিটির সভা

5

আগামী ৭ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপকমিটির প্রস্তুতি সভা ৪ জানুয়ারি মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং মহাসমাবেশ সাংস্কৃতিক উপকমিটির প্রধান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
তিনি বলেন, ইসলামী ফ্রন্ট রাজনৈতিক অঙ্গনে শুদ্ধতা এবং সুস্থ ধারা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখছে।
মহাসমাবেশের দিন ফজরের নামাজের পর থেকেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, হামদ, নাত, দেশাত্মবোধক সঙ্গীত ও গজলসহ ইসলামী সংস্কৃতির মাধ্যমে মহাসমাবেশ চাঙা রাখার নানা আয়োজন থাকবে।
বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও শায়েরবৃন্দ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন।
প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নেন সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া কাদেরী, মুহাম্মদ ওসমান গণি কাদেরী, মুহাম্মদ সাইফুল ইসলাম কাদেরী, মুহাম্মদ আরিফুল ইসলাম কাদেরী, মুহাম্মদ নূরশেদ রেজা কাদেরী, মুহাম্মদ নাছির উদ্দিন কাদেরী, মুহাম্মদ সাজেদুল্লাহ নাঈম কাদেরী, মুহাম্মদ রেজাউল করিম রেজা, মুহাম্মদ শওকত হোসাইন কাদেরী, মুহাম্মদ মুবাশ্বির উদ্দিন রায়হান ও মুহাম্মদ সাকিউল কাউসার প্রমুখ। পরে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি