ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

22

পূর্বদেশ অনলাইন
অবশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দিলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। রবিবার ইমরানের বিরুদ্ধে হতে যাওয়া অনাস্থা পদক্ষেপকে সংবিধানের ৫ অনুচ্ছেদের বিরুদ্ধে অ্যাখায়িত করে খারিজ করে দিয়েছেন স্পিকার। প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। এর আগে, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরির সভাপতিত্বে আজ রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অধিবেশন শুরু হয়। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে তিনি দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখান করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইমরান খান।