ইফতার ও দোয়া মাহফিল

36

রাঙ্গুনিয়া:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কৃষিই পারে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে। কৃষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার নানামুখী পদক্ষেপে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এরফলে করোকালেও যেমন দেশের পজিটিভ জিডিপি গ্রোথ ছিল, তেমনি এই রমজানে দ্রব্যমূল্য ছিল নিয়ন্ত্রণে। গত ২০ এপ্রিল রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা কৃষকলীগ ও কোদালা ইউনিয়ন কৃষক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোদালা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. জহির। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ জেলা:
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত ইসলামের সূচনা লগ্নে উম্মাহাতুল মুমেনিন সৈয়দুুনা মা খাদিজাতুল কোবরা (রা.)’র অবদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) আলহাজ এইচ এম মুজিবুল হক শাকুর। সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, খান এ সবুর, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও স ম শহিদুল হক ফারুকী। এসএম শওকত আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল আজিম, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন তাহেরী, শহিদুল্লাহ্ সাদা, অধ্যাপক মুহাম্মদ মুখতার আহমেদ, মাওলানা আবদুল মালেক আশরাফী প্রমুখ।

সাতকানিয়া প্রেসক্লাব ও আইডিএফ:
সাতকানিয়া প্রেসক্লাব ও আইডিএফের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সজীব কান্তি রুদ্র, থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মÐল, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ রায়, সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দীন, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, আইডিএফের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম ও কো-অর্ডিনেটর মহিউদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিদার হোসেন, নাসির উদ্দিন বাবলু জুনায়েদ মো. হাবিব উল্লাহ, ইকবাল মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াহিয়া।

ধলই আওয়ামী লীগ:
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সম্প্রতি কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ আলী। উক্ত ইফতার মাহফিলের সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে ধলই ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া:
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিষদের হলরুমে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, মাহমুদুল হাসান বাদশা ও সাংবাদিক মাসুদ নাসির প্রমুখ। প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রহমত উল্লাহ শাহিন।

রাউজান
মাইজভান্ডারী শাহ এমদাদীয়া :
পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা দায়রা শাখার ব্যবস্থপনায় ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নাতোয়ান দায়রা শাখার সভাপতি এমএম আবু সাইদের সভাপতিত্বে ও সহ-সভাপতি এমদাদুল হক চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে আলোচনা, মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মোহাম্মদ আলী আকবর মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া নাতোয়ান বাগিচা দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশীদ। এতে সম্মানিত অতিথি ছিলেন এসএম মামুন উদ্দিন, সাজ্জাদ শাহ, রাশেদ শাহ, ইউছুফ ও ওসমান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাছা, নুরুল আলম, আব্দুস সালাম, নুরুল আলম বালি, কবির আহমেদ, রাশেদুল আলম প্রমুখ।

উত্তর গুজরা বায়তুল উলুম আলিম মাদ্রাসা:
রাউজান উত্তর গুজরা বায়তুল উলুম আলিম মাদ্রাসায় বদর দিবস উদযাপন, মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্প্রতি মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ মাওলানা আজিজুল হক। অতিথি ছিলেন আলহাজ আহামদুল হক, আলহাজ নুর আহমদ, আবদুল মালেক মেম্বার, নাছির উদ্দিন, হাজী ছৈয়দ আহমদ, প্রকৌশলী আনোয়ারুল আজিম ছিদ্দিকী, জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, মনিরুল হক মুবিন, হারুন রশিদ, শফিউল আলম, মাওলানা হানিফ উদ্দিন, মাওলানা আবু জাফর ও মাইন উদ্দিন। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা ইব্রাহিম আলকাদেরী।

আনোয়ারা সাংবাদিক ফোরাম:
আনোয়ারা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ফোরামের সভাপতি এম আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক জাহেদুল আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, এম আলী হোসেন, এম এ ছবুর, আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম সরোয়ার হোসেন, আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন, সিইউএফএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি নাছির উদ্দিন, পল্লী বিদ্যুৎ আনোয়ারা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক জসিম উদ্দিন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী।

গাউসিয়া কমিটি :
গাউসিয়া কমিটি হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার আওতাধীন হুলাইন ২নং ওয়ার্ড শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কমিটির সভাপতি মুুহাম্মদ সেকান্দর সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শউকতুল ইসলামের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা হাজী জালাল মেম্বার। ছিলেন প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুুহাম্মদ বেলাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন কমিটির উপদেষ্ঠা মুহাম্মদ মহিউদ্দীন চৌধুরী। ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।