ইপিজেড শিল্প প্রতিষ্ঠানসমূহের করণীয় শীর্ষক সেমিনার

21

সমসাময়িক বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলা এবং উত্তোরণের উপায় শীর্ষক সেমিনার ৯ ফেব্রæয়ারি বাংলাদেশ রপ্তানিপ্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) এর প্রধান কার্যালয় ঢাকায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসাইন মিয়া। স্বাগত বক্তব্য দেন বেপজার নির্বাহী চেয়ারম্যান। সূচনা বক্তব্য দেন সদস্য, (আইপি), বেপজা। আগত অতিথিদের পক্ষে বক্তব্য দেন ড. মো. আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, রেপিড, বেপজিয়ার প্রেসিডেন্ট এস এম খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, মো. ইফতেখার আওয়াল ভুঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কাস্টমস, রপ্তানি, বন্ড ও আইটি) হোসাইন আহমেদ।
বক্তারা বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরেন এবং যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে এ বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে এদেশের শিল্পাঞ্চলগুলোতে অবস্থিত কারখানা গুলোর কি করণীয়, তার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বেপজার উদ্যোগ এবং ভূমিকার প্রসংশা করে বলেন, আমাদের অর্থনীতিকে সমুন্নত রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে, ইপিজেডের বিনোয়োগকারীগণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাকাশি মিয়াতা, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ এম. তানভীর, ভাইস প্রেসিডেন্ট খাজা মাঈনুদ্দিন ফরহাদ, পরিচালক আজিজুল বারি চৌধুরী জিন্নাহ, পরিচালক অন্জন শেখর দাস, মহসিন আহমেদ, ওয়েনচেং জেং রাফাত হোসাইন সহ বেপজার ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি