ইউসিটিসির সিএসই বিভাগ একাডেমিক কমিটির সভা

9

 

ইউসিটিসির সিএসই বিভাগের একাডেমিক কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা মুহাম্মদ ওসমান এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সিএসই বিভাগের কারিগরী উপদেষ্টা ওহিদুল ইসলাম, বিভাগের প্রধান এম এম মোশারফ হোসেন, সমন্বয়কারী সুমনা সুলতানা এবং বিভাগের শিক্ষক নিগার আফসানা, তাজকিয়া সায়মা চৌধুরী, নিশু চৌধুরী, মো. মিজানুর রহমান, হেমন্ত কুমার বর্মন, এস কে কামাল আহমেদ এবং মো. রিয়াদ হোসাইন।
সভায় প্রধান অতিথি মুহাম্মদ ওসমান সিএসই বিভাগের নতুন শুরু হওয়া সেমিস্টারের কার্যক্রম জানতে চান। বিভাগীয় প্রধান এম এম মোশারফ হোসেন এবং সমন্বয়কারী সুমনা সুলতানা সিএসই বিভাগের পরিকল্পনা কর্মসূচি এবং কার্যক্রমের চিত্র তুলে ধরেন। বিভাগীয় প্রধান নতুন সেমিস্টারের পাশাপাশি সিএসই বিভাগের গত সেমিস্টারের কার্যক্রম এবং প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সাফল্যের চিত্র তুলে ধরেন। প্রথম ব্যাচের ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী এই করোনাকালীন সময় চাকরি পেয়েছে। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সিএসই বিভাগের কারিগরী উপদেষ্টা সফল কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি