ইউনিয়ন ব্যাংকের আইপিও’র আবেদন গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত

15

 

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে ২৬ ডিসেম্বর, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ব্যাংকটি গত ২৪ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চূড়ান্ত অনুমোদন লাভ করে। প্রসপেক্টাস থেকে জানা যায়, ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৪২ কোটি ৮০ লক্ষ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নেট স¤পদ মূল্য ১৬.৩৮ টাকা (ব্যাংকটি কোন স¤পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ১.৭৭ টাকা। আইপিওতে ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। বিজ্ঞপ্তি