আহ্ছানিয়া মিশনের উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

52

 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) এর বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্মসূচির আওতায় গত বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াইজর পাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। ডামের নির্বাহী পরিচালক ড. এম. এহছানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. মাহমুদ উল্লাহ মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মো. জুলফিকার আমিন এবং থানা শিক্ষা অফিসার মু. আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য দেন ডামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাইফুল করিম। সিটি থানা প্রোগ্রাম ম্যানেজার চন্দন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী ইয়াসমিন পারভীন, ক্যাপের নির্বাহী পরিচালক নুর মোহাম্মদ, সততা’র নির্বাহী পরিচালক মো. রাকিব হায়দার ও সুফল প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আব্দুল লতিফ। শিখন কেন্দ্র উদ্বোধনের অনুভ‚তি ব্যক্ত করেন উদ্বোধনকৃত শিখন কেন্দ্রের শিক্ষক হোসনে আরা পুতুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডামের জেলা প্রোগ্রাম ম্যানেজার মো. তাইজুল ইসলাম, মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দীন, থানা প্রোগ্রাম ম্যানেজার নাসির উদ্দীন সেলিম ও মো. সাইফুল ইসলাম, ওয়াইজর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা, পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের অভিভাবক ও ক্যাম্পেইন কমিটির সদস্যবৃন্দ। পরে প্রধান অতিথি বেলুন এবং পায়রা উড়িয়ে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি