আল রাওয়া ইংলিশ স্কুলে অধ্যক্ষ পদে নিশাত কাদেরীর যোগদান

7

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ মিসেস নিশাত কাদেরী নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত আল রাওয়া ইংলিশ স্কুলে অধ্যক্ষ পদে যোগদান করেছেন। স্কুলের চীফ এডভাইজর ও ম্যানেজিং ডাইরেক্টর ড. মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর কাছে যোগদানপত্র উপস্থাপন করেন।
ঐদিনই তাৎক্ষণিকভাবে গ্লোবাল ফোরাম-বাংলাদেশের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এতে ফোরামের ম্যানেজিং ডাইরেক্টর সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যরা স্কুলের চীফ এডভাইজরের দিকনির্দেশনায় অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও নির্বাহী কমিটির সহযোগিতায় এই ইনোভেটিভ স্কুল মেধাবী ও আলোকিত শিক্ষার্থী তৈরিতে দৃশ্যমান ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যক্ষ নতুন মাত্রার এই স্কুলে তাকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দানের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি