আনোয়ারায় আব্বাস উদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের চিকিৎসা সেবা

59

আনোয়ারাস্থ পূর্ব বরৈয়ার সমাজসেবক আব্বাস উদ্দিন চৌধুরীর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গত শুক্রবার বিনামূল্যে খত্না, কর্ণছেদন, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড ক্যাম্প আয়োজন করে মরহুম আব্বাস উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি সংসদ। এ উপলক্ষে ঐদিন খতমে কোরআন ও কবর জেয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহাতাব উদ্দিন চৌধুরী মাসুম। বিশেষ অতিথি ছিলেন মরহুম আব্বাস উদ্দিন আহমদ চৌধুরীর সন্তান ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমদ চৌধুরী আশফাক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (এইচডি) বারের সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জেবুন নাহার লিনা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জায়েদ বিন কাসেম, ছাত্রলীগের সদস্য ফয়সাল বিন কাশেম, ওমর ফারুক, রেফায়েত হোসেন তালুকদার, মনজুর আলম, আবদুচ ছবুর, পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ওসমান গণি, কপিল উদ্দিন, অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক আলী আহসান, অর্থ সম্পাদক মোহাম্মদ ফয়েজ, দপ্তর সম্পাদক টিটু সিকদার, প্রচার সম্পাদক নাজিম সিকদার, ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল, মো. দিনাজ, নুরুল আলম রোকন, মো. জিয়া উদ্দিন, মো. হাসেম, মো. আরিফ প্রমুখ। পরে বিনামূল্যে খত্না, কর্ণছেদন, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি