আজ করোনায় শহীদ চিকিৎসকদের স্মরণ ও সম্মাননা

39

চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত শহীদ চিকিৎসকদের স্মরণসভা এবং কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানে চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ইয়াং সোশ্যালএক্টিভিজম বোর্ড- ওয়াইস্যাব সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের গ্যালারি হলে (নিচতলায়) সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, সভাপতিত্ব করবেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।
ইয়াং সোশ্যালএক্টিভিজম বোর্ড- ওয়াইস্যাব ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, করোনায় আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসকদের স্মরণ এবং করোনা চিকিৎসায় বিশেষ অবদান রাখছেন এমন চিকিৎসকদের সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানের মাধ্যমে শহীদ চিকিৎসক ও বিশেষ অবদান রাখা চিকিৎসকদের সম্মাননা এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের একটা প্রয়াস। তিনি বলেন, আমরা বছরজুড়েই স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি। বর্তমানে চলছে- রোড টু হেলথ, হেলথ স্কুল, স্কুল হেলথ, ১০ টাকায় চিকিৎসা, মেডিসিন ব্যাংক এবং অঙ্গনা।
দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে কাজ করছে ওয়াই স্যাব।- নিজস্ব প্রতিবেদক