অস্তিত্ব রক্ষায় সবুজেই ফিরতে হবে : আবুল হাশেম এমপি

12

 

দেশজুড়ে বছরব্যাপী ১০ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে গত ১০ জুন ‘বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১’ এর উদ্বোধন করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাÐারী ট্রাস্টের চেয়ারম্যান ও মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই কুমিল্লা জেলায় মইনীয়া যুব ফোরাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি। তিনি বলেন, পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে, সবুজেই ফিরে যেতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম হল ব্যাপক বৃক্ষরোপণ ও বনায়ন। এক্ষেত্রে শুধু সরকার নয়, বিভিন্ন সংগঠনকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মো. আলমগীর খান মাইজভান্ডারী। মইনীয়া যুব ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা জেলা মইনীয়া যুব ফোরাম এর সভাপতি খলিফা মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির মাস্টার, কোষাধ্যক্ষ শফিকুনুর, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকাশ মাহমুদ হৃদয়, তথ্য বিষয়ক সহ-সম্পাদক আশিকুর রহমান আশিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাব্বের মোশারফ মাসুদ অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি