অবশেষে পুন:নির্মাণ করা হল ভেঙে দেয়া বৌদ্ধ বিহার

68

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দূর্গম কুকিছড়া এলাকায় গত ২২অক্টোবর দুর্বৃত্ত কর্তৃক রাতের আঁধারে ধর্মীয় উপসনালয় জেতবন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মুর্তি ভাংচুরের প্রায় দেড় মাস পর অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে নান্দনিক সাজে পুনর্নির্মিত হলো বিহারটি। বিহারে বসানো হয়েছে ৯ফুট উচ্চতার বৌদ্ধ মুর্তি। সকালে নব-নির্মিত বিহারের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে। যারা অন্যের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে সম্পৃতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে তাদের কঠোর হাতে দমন করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. ইমরাউল কায়েস ইমরুল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উষ্যেপ্রæ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ। পরে স্থানীয় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক। এরআগে অবৈধ ভাবে একটি পরিত্যাক্ত সেনা ক্যাম্পের জায়গায় দখল করে বিহারটি নির্মাণ করা হয়। পরে রাতের আধাঁরে দুর্বিত্তরা যড়যন্ত্র মূলক বিহারটি ভেঙ্গে দিলে স্থানীয় জনসাধারণের ধর্মীয় অনুভুতির কথা বিবেচনা করে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে নান্দনিক সাজে স্থায়ীভাবে বিহারটি নির্মাণ করা হয়।