অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী সংবর্ধিত

8

শিক্ষা গবেষক ও শিক্ষা প্রশাসক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী শিক্ষায় সৃজনশীল অবদানের জন্য স¤প্রতি আন্তর্জাতিক সম্মাননা ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড ২০২২ অর্জন করায় কিডস্ কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। স্কুলের অধ্যক্ষ মিসেস বুলবুল জান্নাতের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান আলোচক ছিলেন চকরিয়া সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের সাবেক প্রধান এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থা রিসার্চ গেইট এর রিসার্চ প্রফেসর কনক বরণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদ্মলোচন বড়–য়া, ডুলাহাজরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজের বিদায়ী উপাধ্যক্ষ বশির আহমেদ, লামা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক রুহুল আমিন, চকরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক হারুনুর রশিদ। সভায় স্কুলের পরিচালকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শুভ্যানুধায়ী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
বক্তারা সংবর্ধিত অতিথির বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করে বলেন, তিনি শিক্ষাদান প্রক্রিয়াকে সহজ ও আনন্দায়ককরণ, শিক্ষার মান সমৃদ্ধকরণএবং দেশিয় ও আন্তর্জাতিক শিক্ষাক্রমের মৌলিক দিকগুলো নিয়ে বিশ্লেষণধর্মী কাজ করেন। দেশেরর মধ্যেও ইতোমধ্যে তিনি শিক্ষায় অবদানের জন্য নানানভাবে সম্মানিত হয়েছেন। পরিচালকদের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গান, আবৃত্তি, নৃত্য অনুষ্ঠানকে আরো বর্ণিল করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের কো-অর্ডিনেটর আপন শর্মা ও সহকারী শিক্ষক পাপড়ি দে। বিজ্ঞপ্তি