শহীদ ডা. মিলনের শাহাদাত বার্ষিকীতে ড্যাবের সভা

41

মহানগর বিএনপির সভাপতি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ ডা. মিলন ১৯৯০ সালের এইদিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরশাসকের গুপ্ত ঘাতকবাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন। ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছিল, তা বর্তমান সরকারের দুঃশাসনে আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। তিনি বুধবার বিকেলে নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে ড্যাব চট্টগ্রাম শাখার উদ্যোগে শহীদ ডা. সামশুল আলম খান মিলনের ২৯তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালির পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মো. সিরাজ উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সরওয়ার আলম, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, ড্যাব নেতা ডা. শেখ মুজিবুর রহমান, ডা. কাজী মাহবুব আলম, ডা. ওমর ফারুক পারভেজ, ডা. মো. তারেক, নগর ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি