লামায় বিশুদ্ধ খাবার পানির ব্যবসা

48

বছরের বারো মাসই বান্দরবানের লামা উপজেলা শহরে বিশুদ্ধ পানির সংকট লেগেই থাকে। এ সংকট নিরসনের লক্ষে প্রথম বারের মত যাত্রা শুরু করেছে ‘মাসাফী’ নামের একটি বিশুদ্ধ খাবার পানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পানি পরিশোধন করে আয়রন ও আর্সেনিক মুক্ত পানি বাণিজ্যিকভাবে সরবরাহ করবে এ প্রতিষ্ঠানটি। শুক্রবার দিবাগত রাতে শহরের নদীঘাট এলাকায় স্থাপিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। এ সময় পৌরসভাব মেয়র মো. জহিরুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. তাজুল ইসলাম, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর, কোর্ট জামে মসজিদের খতিব আজিজুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রস্তুতকারক এস.বি.এস ওয়াটার প্লান্টের পরিচালক গোলাম আযম সৌরভ, মো. বশির ও মো. শাহজাহান বলেন, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির নাম ‘মাসাফী’। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এ পানি শহরের অফিস, আদালত, বাসা, ব্যাংক, কারখানা, হোটেলসহ বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে সরবরাহের সুব্যবস্থা রয়েছে।