লামায় আগুনে পুড়েছে বসতঘর

43

বান্দরবানের লামা উপজেলায় আগুন লেগে দুইটি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইউনিয়ন সদর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, কাপড়, কম্বল, মশারি, হাঁড়ি-পাতিল, কোকারিজ মালামালসহ নগদ টাকা প্রদান করেন। বৃহস্পতিবার সকালে তারা আরেক জনের বাড়িতে গেলে ঘরে আগুন লাগে। লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার নয়ন জীব চাকমা বলেন, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ টাকা বলে ধারনা করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা না গেলে পুরো বাজার পুড়ে যেত।