রামগড়ে শিশুদের প্রাক্ বড়দিনে উপহার

31

রামগড় উপজেলায় পার্বত্য জেলা শিশু উন্নয়নয় প্রকল্পের আওতায় (সিডিএসপি) উদ্যোগে ‘প্রাক্ বড়দিন’ উপলক্ষে হতদরিদ্র, অবহেলিত, সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন। ১৮ ডিসেম্বর বিকাল ৫টায় দারোগাপাড়াস্থ সাবেক রামগড় (সিডিএসপি-বিডি-০৫১৫) নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ২০৩ জন শিশুদের হাতে এ উপহার তুলে দেন। প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এম. বীরবল বৈদ্যের সঞ্চালনায় আগাপে নির্বাহী পরিচালক জয় বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওসি (তদন্ত) মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, এনসিসি সদস্য- সুবীর সরকার দীনু প্রমুখ। এসময় সিপিসি’র কনভেনর এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে বক্তাগণ বলেন- বর্তমান সরকারের সামাজিক উন্নয়নের পাশাপাশি ‘আগাপে’ পরিচালনায় আজ পার্বত্য অঞ্চলে জাতিধর্ম র্নিবিশেষে শিক্ষা, সামাজিক, শারীরিক ও নৈতিকতার উপর নজর রেখে শিশুদের কল্যাণে ২০১০সাল থেকে কাজ করে যাচ্ছে। পরে বিজয় দিবস ও ‘প্রাক্ বড়দিন’ পালনে কেক কেটে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। রামগড় প্রতিনিধি