রাতের আঁধারে ক্ষেতের ফসল নষ্ট করে শত্রুতা সাতকানিয়া প্রতিনিধি

76

সাতকানিয়ায় এক নিরীহ কৃষকের ক্ষেত রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নষ্ট হয়েছে অন্তত লক্ষাধিক টাকার শস্য। গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার চরতী ইউনিয়নের মগবিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম দুলাল মল্লিক। তিনি পূর্ব দুরদুরী এলাকার নিকুঞ্জ বিহারী মল্লিকের পুত্র। জানা যায়, চরতী এলাকার মোক্তার হোসেনের মালিকাধীন ২৭ শতক জমি খাজনায় নিয়ে সেখানে আলু,শিম, মিষ্টি কুমড়া ও ফেলন ডাল চাষ করেন। আর মাত্র কয়েক দিন পরেই ক্ষেতে উৎপাদিত শস্য বাজারে তোলার কথা। কিন্তু এর মধ্যে রাতের আঁধারে কে বা কারা পুরো ২৭ শতক জমির শস্য নষ্ট করে দেওয়ার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ কৃষক দুলাল মল্লিক। জমির মালিক মোক্তার আহমদ জানান, আমার ২৭ শতক জমি খাজনায় নিয়ে সেখানে আলু,শিম, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ করেন। কিন্তু গত মঙ্গলবার রাতে ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। এর আগেও এই জমির ফসল নষ্ট করে দিয়েছিল বলে জানান তিনি। নষ্ট করে দেওয়া ফসলের দাম আনুমানিক লক্ষাধিক টাকা বলে দাবি তার।