রাঙ্গুনিয়ায় বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতামূলক সেমিনার

28

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার জনসচেতনতামূলক প্রচার ও প্রেস ব্রিফিং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
চট্টগ্রাম মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আশরিফা তানজিমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ প্রমুখ। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়া বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অংশগ্রহণ করেন।