রাঙামাটির লংগদুতে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন

20

রাঙামাটির লংগদুতে ৫০শয্যার হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নবনির্মিত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ভবন, কনসালটেন্ট ডরমেটরি, নার্স ডরমেটরি ও স্টাফ ডরমেটরি নির্মাণ করা হবে। এটি আগে ৩১শয্যার হাসপাতাল ছিলো। ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় প্রমুখ। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার নানা অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। পার্বত্যাঞ্চলে এসে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা নিয়মিত থাকতে চায় না। এজন্য এ জেলা থেকে আমাদের সন্তানদের মানসম্মত উচ্চ শিক্ষার মাধ্যমে যোগ্য করে তোলার সময় এসেছে। পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক তৈরি করতে পারলে তবেই এ সংকট লাঘব হবে।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মেডিকেল অফিসার ডা.ফকরুল ইসলাম, প্রকৌশলী মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু, ওসি সৈয়দ মোহাম্মদ নূর, মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, সাংবাদিক এখলাস মিঞা খান, আওয়ামী লীগ নেতা বাবুল দাশ বাবু প্রমুখ।