রাউজানে এসএসসি ও দাখিলে ফরম ফি দুই হাজার টাকা নির্ধারণ

41

এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ ফি নিয়ে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনিয়মের অভিযোগে গতকাল বুধবার মাঠে নামে রাউজান উপজেলা ছাত্রলীগ। এতে বিভিন্ন বিদ্যালয়ে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতেও বাধ্য হয়। এ নিয়ে রাউজান উপজেলা প্রশাসনের সাথে বৈঠকে প্রত্যক প্রতিষ্ঠান সব মিলিয়ে ২০০০ টাকা নিতে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জিল্লুর রহমান মাসুদ বলেন, রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে যে কোন অন্যায় রোধ করা হয়। এতে এ বিষয়ে সাংসদ পুত্র ফারাজ কমির চৌধুরীর পরামর্শে আমার গতকাল বুধবার মাঠে নেমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে নেওয়া টাকা ফেরত দিয়ে দিই। গতকাল বুধবার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, উপজেলা ছাত্রলীগ নেতা মনির তালুকদার, আবদুল্লাহ আল হাছান তানভীর, নাছির উদ্দিন, মো.মাসুদ, মো.সাইফুল, নুরুল আজম, আকাশ বড়ূয়া রাজ, মো.মনির, মো.সম্রাট, জাফাত জামিল, রিটু বড়ুয়া, লিফন দাশ, মাহফু আরিফ।