রমযানের শিক্ষা থেকে শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে

71

২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন : পবিত্র মাহে রমযানের শিক্ষা থেকে পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আবাসভূমি হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে। শুক্রবার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, ডিজিএফ আই খাগড়াছড়ির অধিনায়ক কর্নেল নাজিম, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. আহমারুজ্জামান, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল জান্নাতুল ফেরদৌস, গুইমারা বিজিবি হাসপাতাল অধিনায়ক মেজর মামুন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী বিভিষন কান্তি দাস সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আনোয়ারা ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড -আনোয়ারা শাখার উদ্যোগে সিয়াম ও তাকওয়ার আলোকে সাদাকাহ্ ও ওয়াক্ফ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ আবদুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী শাখা প্রধান কবির আহমেদ, বিশেষ অতিথি বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, মাওলানা আবুল কাশেম ও মাওলানা মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
অতিথিরা বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাস আমাদের সংযমের শিক্ষা দেয়। আল্লাহ পাক ঘোষণা করেছেন রোজা একমাত্র আমারই জন্য, আমিই এর প্রতিদান দিব।
হাটহাজারী প্রেস ক্লাব : হাটহাজারী প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ মে) হাটহাজারী উপজেলা পরিষদ মিলতায়তনে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহবায়ক খোরশেদ আলম শিমুল ও দপ্তর সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল আলম, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মোরশেদ আলম চৌধুরী, অধ্যাপক তাহেরুল আনোয়ার, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর জামান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরর্শেদ, মাধ্যমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ফিরোজ চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক সভাপতি যথাক্রমে রমজান আলী চৌধুরী, আবু বক্কর চৌধুরী মানু, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মুক্তাদির আলম, ড. মোহাম্মদ তফাজ্জল হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহাফুজুর রহমান, প্রকৌশলী কামরুজ্জামান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন, অভিযাত্রীর সাধারণ সম্পাদক মো. ইসমাইল মুন্সি, পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এস এম সেলিম, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ নেতা মো. রাশেদুল আলম, মোঃ হোসেন ইকবাল, যুবলীগ নেতা সায়েদুল হক খোকন, রাজনীতিক রহিম উদ্দিন রাজু, ছাত্রনেতা কাজী মো. এরশাদ উদ্দিন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিমুল কান্তি মহাজন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক হোসেন মো. মনসুর আলী, সাংবাদিক শ্যামল নাথ, আজিজুল ইসলাম ও মোহাম্মদ নাজিম।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস বিশ্বের মুসলিমগণ রমজান মাসের রোজা রেখে সংযম পালন করেন।
জাতীয় শ্রমিক পার্টি ড্ক বন্দর আঞ্চলিক শাখার : জাতীয় শ্রমিক পার্টি ড্ক বন্দর আঞ্চলিক শাখার উদ্যোগে অদ্য ২৫ মে বিকেল ৪টায় গোসাইলডাঙ্গা নুর ম্যানশন কার্যালয়ে এস. এ আজাদ এর সভাপতিত্বে মো: ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. জসিম উদ্দীন বলেন, দেশে আজ সুশাসনের অভাব। পল্লিবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ৯ বছরের শাসন আমলে পল্লিবন্ধু এরশাদই সর্বপ্রথম শ্রমিক সমাজের সার্বিক কল্যাণে ২ ঈদে ২টি বোনাস, চাকুরি স্থায়ীকরণ, আবাসিক সমস্যার সমাধান, শিক্ষা ও চিকিৎসাসহ শ্রমিকদের জন্য ব্যাপক গণমুখী কাজ করেছিলেন। তাই পল্লি বন্ধুর সেই অবদানের কথা আজো শ্রমিক সমাজ স্মরণে করেন। সভায় অন্যানদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, মার্সেন্ট শ্রমিক পার্টির সভাপতি কামরুজ্জামান, এক্সট্রা গ্যাং এর সভাপতি জাহাঙ্গীর আলম, মো. মহসিন, আবুল কালাম, সাইফুল ইসলাম কিছলু, জে. নাথ তপন, শান্ত, মো. মাসুদ, শাহাজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি