মূল ভূখন্ডের সাথে সন্দ্বীপের যোগাযোগ প্রতিষ্ঠা করব : মাহফুজুর রহমান

70

সাগরপথে যোগাযোগের দুর্ভোগ থেকে মুক্তি পেতে বিচ্ছিন্ন সন্দ্বীপবাসী দীর্ঘদিন ধরে মূল ভূ-খন্ডের সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। সে স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাব। সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে এ সরকার যেভাবে তাক লাগিয়েছে, সন্দ্বীপ চ্যানেলে ডাবল লাইন সেতু নির্মাণ করে চমক লাগানো জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব। বৃহস্পতিবার বিকেলে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে পর পর দু’বার নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার সম্মানে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশাল গণসংবর্ধনায় এসব কথা বলেন। এ সময় তিনি সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াতে আধুনিক ও পর্যাপ্ত নৌযান নিশ্চিত করতে ঘাট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ.সালাম বলেন, ‘ এমপি মিতার নেতৃত্বে সন্দ্বীপে ব্যাপক উন্নয়ন ঘটেছে তাই দ্বীপবাসী পুনরায় তাকে নির্বাচিত করেছেন ’। তিনি দ্বীপবাসীর যাতায়াতের সুবিধার্থে জেলা পরিষদের তত্ত্বাবধানে গুপ্তছড়া ঘাটে ১৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক জেটি নির্মাণের কাজ শীঘ্রই শুরু করার প্রতিশ্রুতি দেন। চেয়ারম্যান জামাল উদ্দিন ও সোহরার হোসেন সোহাগের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সন্দ্বীপ থানার অফিসার ইন চার্জ মো. শাহজাহান পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মো. আলী খসরু, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, জেবুন্নেছা জেসি, আওয়ামী লীগ নেতা ফোরকান উদ্দিন আহমেদ, আলাউদ্দিন বেদন, মশিউর রহমান বেলাল, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম,আবু তাহের, দেলোয়ার হোসেন,সাহেদ সারওয়ার শামীম, চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, এস.এম.আনোয়ার হোসেন,আলীমুর রাজী টিটু, মো. রহিম উল্যা, ছিদ্দিকুর রহমান,আশ্রাফ উল্যা,কামরুল হাসান, মাহফুজুর রহমান সুমন,সাহেদুর রহমান ফাহাদ প্রমুখ