মুক্তিযোদ্ধা খায়ের আহমদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

34

পটিয়া উপজেলার তেকোটা গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা প্রয়াত খায়ের আহমদের স্মরণে স্মৃতিচারণ ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন গত ১৪ এপ্রিল পটিয়ায় অনুষ্ঠিত হয়। শোকসভা পরিষদের আহব্বায়ক ও পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা খায়ের আহমদ স্মারক প্রকাশনা সম্পাদক সরিৎ চৌধুরী সাজু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম শামসুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মহসিন খান, যুদ্ধাকালীন কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আহমদ নবী, পটিয়া সাব জজ আদালতের এলজিপি, আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বদিউল আলম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. এ.কে.এম সাইফুদ্দীন, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, একুশে পত্রিকা সম্পাদনা পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক দীপু এবং সাবেক কাউন্সিলর অ্যাড. রেহেনা বেগম রানু উপস্থিত ছিলেন।
সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রফিক আহমদ, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজুর মুল্লক, মুক্তিযোদ্ধা সালামত উল্লাহ মল্ল, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়–য়া, মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ বলরাম চৌধুরী, গৈড়লা কে.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শ্যামল কান্তি বড়ূয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপুল বড়ূয়া, বিশিষ্ট সমাজ কর্মী বিকাশ বড়ূয়া মুকুট, সাংবাদিক রানা চৌধুরী, সাবেক বিভাগীয় কৃষি কর্মকর্তা ও মরহুমের ভ্রাতা জাফর আহমদ, চসিক কর কর্মকর্তা লায়ন এ.কে.এম সালাউদ্দীনসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি