মরিয়মনগর ইউপি নির্বাচন সরে গেলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

25

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সেলিম (আনারস) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বে আছেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য। রোববার (২২ ডিসেম্বর) ইছাখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীকে সমর্থন জানান মো. সেলিম। একই সাথে আ.লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হককে তিনি সমর্থন দিয়ে তার পক্ষে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মরিয়মনগর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক শওকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, সহ দপ্তর সম্পাদক হালিম তালুকদার প্রমুখ। ৩০ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে। মরিয়মনগর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মুজিবুল হক হিরু। আ.লীগের বিদ্রোহী প্রাথী ও বর্তমান ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. সেলিম সম্প্রতি দল থেকে বহিস্কার হন। অবশেষে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।