ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ডেকে পাঠালো পাকিস্তান

32

কাশ্মিরের পুলওয়ামাতে আত্মঘাতী হামলার ঘটনায় কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। সে দেশের পররাষ্ট্র দফতরের টুইটার পোস্ট সূত্রে সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ।

ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে। তবে পাকিস্তান বলছে, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই তাদের নামে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।
পুলওয়ামার ঘটনায় দুই দেশের চলমান টানাপড়েনের মধ্যেই সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে জানান, ‘ভারতে নিয়োজিত আমাদের হাই কমিশনারকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছি। তিনি সকালে নয়া দিল্লি থেকে পাকিস্তানে রওনা করেছেন।’ এর আগে শুক্রবার পাকিস্তানি হাই কমিশনার সোহেল মাহমুদকে তলব করে কঠোর নিন্দা জানায় ভারত।