ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান ইরান-পাকিস্তানের

4

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহবান জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে হামলার নিশানা করেছে বলে অভিযোগ তাদের। মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনার এই সময়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিনদিনের পাকিস্তান সফরের পর বুধবার ইসলামাবাদের পররাষ্ট্রদপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়। গত শুক্রবার ইরানের ইস্পাহান নগরীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি সূত্রে এই ঘটনাকে ইসরায়েলের হামলা বলে উল্লেখ করা হয়েছে। তবে তেহরান ঘটনাটিকে খাটো করে দেখিয়েছে এবং ইসরায়েলের পাল্টা হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছে। যৌথ বিবৃতিতে ইরান ও পাকিস্তান বলেছে, “ইসরায়েল বাহিনীর কান্ডজ্ঞানহীন কর্মকান্ড ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াচ্ছে। এ অঞ্চলে ইসরায়েলের শাসকগোষ্ঠীর বিপজ্জনক কার্যকলাপ এবং প্রতিবেশীদেরকে অবৈধভাবে আক্রমণ করা ঠেকাতে উভয়পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহবান জানাচ্ছে।”