বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মতবিনিময় সভা

46

বান্দরবান জেলায় ২০১৯ সালে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য পুনর্বাসন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করবে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজনে এক মতবিনিময় সভায় একথা জানান কারিতাস এর কর্মকর্তারা।তারা জানান, ২০১৯ সালে বান্দরবানে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পুনর্বাসন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচিটি স্থানীয় বেসরকারি সংস্থা ‘হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশন’ বান্দরবান সদর, থানচি উপজেলায় এবং ‘তৈমু’এর সহায়তায় রুমা, রোয়াছড়ি ও লামা উপজেলায় বাস্তবায়িত হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস্ গোমেজ, কারিতাস বান্দরবানের কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ, কারিতাস বান্দরবানের প্রকল্প ম্যানেজার সাইমন্ড শ্যামল আসামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে মতবিনিময় সভায় বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন বলেন, বিগত বছরে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সদর। তিনি প্রস্তাব রাখেন যদি সম্ভব হয় বান্দরবান সদরের জন্য কিছু সহায়তা বাড়িয়ে দেওয়া। তিনি এসময় বান্দরবান এর এনজিও এর প্রতিমাসের মাসিক সমন্বয় সভায় প্রতিবেদনের কার্যক্রম নিয়ে প্রশংসা করেন ও খুবই সন্তোষজনক বলে উল্লেখ করেন। সভার প্রধান অতিথি মোঃ শামীম হোসেন বলেন, এনজিও বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে কাজ করছে আর দেশের উন্নয়নের বিভিন্ন দিকে সম্পৃক্ত আছে। এসময় তিনি এনজিও কর্মকর্তা ও কর্মচারিদের আন্তরিকতার সাথে কাজ করা ও দেশের উন্নয়ন কর্মকাÐকে তরান্বিত করার আহবান জানান।