বান্দরবানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

92

রাঙামাটি ও বিলাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাসহ ৮জন নিহত ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কুমার তংচঙ্গ্যার হত্যাকান্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা আ.লীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো.কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সমাবেশ বক্তারা পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানের দাবী জানিয়ে বলেন, সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনায় দঃখ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,অবিলম্বে হত্যার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর সাজা প্রদানের জোর দাবি জানান। সমাবেশে বক্তারা আরোও বলেন, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশংকা রযেছে। তাই সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান।