বাজালিয়া সমিতি- চট্টগ্রামের নির্বাচন সম্পন্ন

57

চট্টগ্রাম শহরে বসবাসরত সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নবাসীদের নিয়ে গঠিত বাজালিয়া সমিতি চট্টগ্রাম এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সমমনা পরিষদের শামশুল আলম-আকতার কামাল পরিষদ গণতান্ত্রিক ঐক্য পরিষদ রামপদ কায়স্থগীর-আজাদ সিকদার প্যানেলকে পরাজিত করে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৭টি পদ রয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির গুলশান ক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। নির্বাচনে পূর্ণাঙ্গ ফলাফলে চট্টগ্রাম অঞ্চলের উপ-কর কমিশনার এ কে এম শামশুল আলম সভাপতি ও আকতার কামাল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তুষার কান্তি বড়ূয়া, সহ-সভাপতি মো. আসলাম উদ্দীন, সহ-সভাপতি মো. নাছির উদ্দীন মহসিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শোয়েব আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. ছালাহ উদ্দীন, অর্থ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবদল্লাহ আল্ নোমান, সহ-দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল মো. আওরঙ্গজেব রাসেল, শিক্ষা ও সাহিত্য সম্পাদক এরশাদ আলী চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান হিরু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোরশেদ আলম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রায়হান ছিদ্দিকী, সমাজ সেবা সম্পাদক হাছনাইন চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট ওসমান গণি, তথ্য প্রযুক্তি সম্পাদক অনুপ কুমার সেন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার ও সহ মহিলা বিষয়ক সম্পাদক বিবি খাদিজা পিঙ্কি। এছাড়া নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- সালাউদ্দীন শাহরিয়ার, হেলাল উদ্দীন চৌধুরী, মোজাফ্ফর চৌধুরী, রফিকুল ইসলাম ও মো. হারুন উর রশিদ। প্রধান নির্বাচন কমিশনার মমতাজুল হক চৌধুরী বলেন, বাজালিয়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে চট্টগ্রাম নগরীতে বসবাসরতদের নিয়ে বাজালিয়া সমিতি চট্টগ্রাম গঠিত হয়েছে। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে শামশুল আলম-আকতার কামাল পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বিজ্ঞপ্তি